নরসিংদীতে জিরো পয়েন্ট এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ জুন) রাত সোয়া ৯টার দিকে।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জহিরুল ইসলাম।
তিনি জানান, ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি। শরীরের গঠন ও দাড়ি দেখে মনে হচ্ছে লোকটির বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে। নিহত ব্যক্তির পরিচয় নির্ণয়ের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মর্গে পাঠানো হবে।
এই ধরনের দুর্ঘটনা এড়াতে রেললাইন অতিক্রম করার সময় সতর্কতা অবলম্বন ও সিগন্যাল মেনে চলার জন্য জনসাধারণকে অনুরোধ করেছেন তিনি।
বিজ্ঞাপন
পড়ুন : নরসিংদীতে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার


