১৫/০১/২০২৬, ০:০১ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৫/০১/২০২৬, ০:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই ভাই নিহত, আহত ১, আটক ৩

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইয়েরা। শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২৪)। এ ঘটনায় ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন। পুলিশ জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

নিহতদের পরিবারের সদস্যরা জানান, প্রায় ২০ বছর আগে ফোরা মিয়া ও শাকিলের বাবা আবু তাহের তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে ১,৭০০ টাকা ধার নিয়েছিলেন। সেই সূত্র ধরে আউয়াল ও তার ছেলেরা শিপন মিয়া ও রিপন মিয়া আবু তাহেরের ভিটের জমি নিজেদের দাবি করে আসছিলেন। সম্প্রতি একাধিক সালিশ বৈঠকে স্থানীয় বিচারকরা আবু তাহেরের পরিবারের পক্ষেই রায় দেন।

শনিবার সকালে রিপন ও শিপন আবারও জমি দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ফোরা মিয়া, শাকিল মিয়া ও মনিরা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, ‘আহত তিনজনকে হাসপাতালে আনা হলে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজন সামান্য আহত ছিলেন, তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।’

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।

পড়ুন: সিলেটের রেলপথে অবস্থান নিয়েছেন অবরোধকারীরা, যাত্রীদের ভোগান্তি

দেখুন: পশ্চিমা বিশ্বের দেশে দেশে হ্যালোইন উৎসব পালন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন