নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে মনোহরদীর চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসময় মনোহরদী পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়নের শীতার্তদের মাঝে ১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: সরুজ মিয়ার সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মহসিন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এ্যাব’র সদস্য সচিব ও কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
শাহাদাত হোসেন বিপ্লব বলেন, ‘কবি নজরুল বলেছেন ‘এ বিশ্বে যা কিছু মহান,চির কল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী,অর্ধেক তার নর’। নারীরা পৃথিবীতে অনেক কিছু করেছে, বাংলাদেশে কি করেছে তার প্রমাণ খালেদা জিয়া। এদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ ভুমিকা ছিল। মুক্তিযুদ্ধে বেগম জিয়ার ভূমিকা অনস্বীকার্য। যুদ্ধকালে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও বেগম জিয়া বন্দী জীবন পার করেছেন।
পড়ুন-নোয়াখালীর ৬টি আসনে ৬২প্রার্থীর মধ্যে ৪৭প্রার্থীর মনোনয়ন বৈধ,বাতিল ১৫


