নরসিংদী-২ পলাশ উপজেলার নির্বাচনী এলাকা পাঁচদোনা মোড়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে রাত সাড়ে ১২টায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ আনোয়ার হোসেন শামীম বলেন, প্রায় তিন ঘণ্টা পূর্বে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোসাদ্দেক ও লালু গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে যৌথবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন দুই গ্রুপের লোকজনই ছত্রভঙ্গ হয়ে গেছে।
তিনি বলেন, এ ঘটনায় প্রায় ১ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক ও টঙ্গি-গাজীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক।
এদিকে স্থানীয়রা জানান, পাঁচজন আহত ব্যক্তিকে পাঁচদোনা মোড় থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লোকজন। এর মধ্যে সোলা বুট বিক্রেতা সজিব নামে গুলিবিদ্ধ, ও আরেক পথচারি রবিউল ককটেল বিস্ফোরণে আহতদের নাম পাওয়া যায়। আর বাকিদের নাম পাওয়া যায়নি, তবে তাদের শরীর রক্তাক্ত ছিল বলে জানান স্থানীয়রা।
পড়ুন: নরসিংদীতে ৪ ঘন্টার জন্য মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা
এস/


