নরসিংদীর জিরো পয়েন্ট এলাকায় রেলগেটে ট্রেনের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত তামিম রহমান (১৭) পৌর শহরের বাসাইল এলাকার ফকরুল রহমান হাসানের ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন নরসিংদীর জিরো পয়েন্ট রেলগেট অতিক্রম করার সময় ওই কিশোর বয়সী মাদ্রাসা ছাত্র ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
পড়ুন : নরসিংদীতে পরকীয়ার জেরে অটো চালককে খুন, ২১ দিন পর নদী থেকে লাশ উদ্ধার


