ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে এনসিপি। এ কারণে এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ ও নাহিদ ইসলামকে সমর্থন জানিয়ে ঢাকা-১১ ও কুমিল্লা-৪ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। এরই মধ্যে নরসিংদী-১ (সদর) আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল ফয়সাল নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নির্বাচনে অংশ না নেওয়ার কথা উল্লেখ করেন। তবে তাঁর ফেসবুক পোস্টে জোটের কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি।
তাঁর দেওয়া ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো:
প্রিয় নরসিংদীবাসী,
নরসিংদীর উন্নয়নের জন্য আমি ৮ দফা পরিকল্পনা নিয়ে আপনাদের কাছে এসেছি। এই ৮ দফা বাস্তবায়নের জন্য শেষ পর্যন্ত কাজ করে যাব। যারা এই ৮ দফা বাস্তবায়নে আমার সঙ্গে কাজ করতে চান, আমি সবসময় তাঁদের পাশে থাকব।
গত এক মাসে আপনারা যে ভালোবাসা, সমর্থন ও আন্তরিকতা দেখিয়েছেন, তাতে আমি সত্যিই অভিভূত ও ধন্য। এনসিপি করার গত এক বছরে আমি এক টাকাও উপার্জন করিনি বা কোনো ধরনের সুবিধা গ্রহণ করিনি দলের নামে ও ভবিষ্যতেও গ্রহণ করবো না।। বরং নিজের কষ্টার্জিত অর্থই ব্যয় করেছি। যারা অনুদান দিয়েছেন, তারা চাইলে তাদের অর্থ ফেরত নিতে পারেন, যদিও আমি ব্যক্তিগতভাবে এর চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করেছি।
ইনশাআল্লাহ, দেশের জন্য যেকোনো ভূমিকা ও অবস্থান থেকে কাজ করে যাব।তবে স্পষ্টভাবে জানাতে চাই, এই নির্বাচনে আমি অংশগ্রহণ করছি না।আমার পাশে থাকা সকল বন্ধু, পরিবারের সদস্য এবং স্থানীয় এনসিপি নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন ফ্রন্টলাইনে রয়েছেন। জোটভুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইব্রাহীম ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফ হোসেন ভূঁইয়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আব্দুল্লাহ আল ফয়সাল, গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর হামিদুল হক পারভেসসহ অন্যান্য দলের প্রার্থীরা রয়েছেন। তবে জোটগত সমঝোতার ভিত্তিতে আসন সমন্বয় হলে প্রার্থী পরিবর্তন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর মধ্যে আজ এনসিপির এই শীর্ষ নেতার প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে নরসিংদীতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নরসিংদী উপজেলার আমদিয়া, পাঁচদোনা ও মেহেরপাড়া ইউনিয়ন ব্যতীত এই সংসদীয় আসনের মনোনয়নপত্র জমাদানের শেষ সময় আজ ২৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।
এছাড়া মনোনয়নপত্র বাছাই কার্যক্রম আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
পড়ুন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আমিনুলের মনোনয়নপত্র দাখিল
দেখুন- ভোটার তালিকায় তারেক রহমান, সিইসির সঙ্গে বিএনপির বৈঠক


