১৫/০১/২০২৬, ১৪:০৯ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৪:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার আসামি দুবাই থেকে গ্রেফতার

নরসিংদীর শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নরসিংদী পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী জেলার ইউনিট ইনচার্জ, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস এম মোস্তাইন হোসেন বিপিএম।

তিনি জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারির শেষ দিকে শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় আসামি মহসিন মিয়াসহ আরও দুইজন। পরে গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদ খানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৩১ মে তিনি মারা যান।

মৃত্যুর আগে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। ২০২৩ সালের ২৩ জুন পিবিআই এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। এর মধ্যে অভিযুক্ত মহসিন মিয়া দুবাইয়ে পালিয়ে যায়।

সবশেষ, চলতি বছরের ২০ জুলাই ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনে পুলিশ। পরদিন ২১ জুলাই আদালতে সোপর্দ করলে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। গ্রেফতারকৃত মহসিন মিয়া শিবপুরের সৈয়দনগর এলাকার আয়েস আলীর ছেলে।

পড়ুন: নেত্রকোনায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

দেখুন: বান্দরবান-রাঙ্গামাটিতে অভিযান: ৭ জ*ঙ্গিসহ গ্রেপ্তার ১০ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন