নরসিংদীতে জেলা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) নরসিংদী সদর ও মডেল থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী মডেল থানাধীন শহর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উত্তর নাগরিয়াকান্দি এলাকার ইউএমসি বালুরমাঠসংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মো. সিরাজুল হক (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকায় বসবাস করছিলেন।
এদিকে বিকেল ৫টা ১৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল সদর থানাধীন উত্তর সাটিরপাড়া এলাকার সিরাজ ফকির মাজার মোড়ে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সবুজ মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নরসিংদী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


