নরসিংদীতে জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে মেহেরপাড়া ইউনিয়নে গৃহহীন ও অসহায় মানুষের মাঝে বাসস্থান ও কর্মসংস্থানের সহায়তা দিয়ে পাশে দারানো হয়েছে।
রোববার ১১ জানুয়ারি দক্ষিণ চৌয়া গ্রামের গৃহহীন আব্দুল গাফফার ও পাঁচদোয়া গোয়াল নগর গ্রামের গৃহহীন মমতাজ বেগমকে সেমি-পাকা টিনের একটি ঘর প্রদান করা হয়। পাশাপাশি কর্মসংস্থানের জন্য দিঘিরপাড় গ্রামের মোহাম্মদ কামাল মিয়া এবং দক্ষিণ চৌয়া গ্রামের আবুল কালামকে ব্যাটারিচালিত নতুন রিকশা দেওয়া হয়।
এ সময় ফাউন্ডেশনের পরিচালক মো. মুক্তাদিন হোসেন ভূঁইয়া ও আব্দুল মোহাইমিন ভূঁইয়া উপকারভোগীদের হাতে চাবি তুলে দেন।
“আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা গৃহহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি। জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশন সবসময় বিশ্বাস করে, মানবতার সেবা করাই সর্বোত্তম কাজ। একটি নিরাপদ বাসস্থান যেমন মানু3ষের মর্যাদা রক্ষা করে, তেমনি কর্মসংস্থানের সুযোগ একজন মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে। আজ যাঁদের হাতে ঘর ও রিকশার চাবি তুলে দেওয়া হলো, তাঁদের জীবনে যেন নতুন আশার আলো জ্বলে ওঠে, এটাই আমাদের প্রত্যাশা। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে জানান জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশন কর্তৃপক্ষ।”
পড়ুন- জাতীয় শিক্ষা সপ্তাহে ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত
দেখুন- যু/দ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান? মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা


