ঝালকাঠির নলছিটিতে ইমাম আইডিয়াল ফাউন্ডেশন কর্তৃক বরিশাল বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা গ্র্যান্ড ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার সূর্য্যপাশা জামিয়া মোহাম্মাদিয়া জয়নাল আবেদীন কওমী মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার চুড়ান্ত রাউন্ডে ১৪২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ৩০ জন বিজয়ী হন।
এর পূর্বে (১ ডিসেম্বর) থেকে শুরু হয়ে বরিশাল বিভাগের ৬টি জেলা শহরের দুইশত মাদ্রাসার প্রায় এক হাজার জন হাফেজ এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম ইমাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ আঃ হক সাহেব দা.বা.।
শনিবার সকালে ফাইনাল রাউন্ডে ১৪২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এরমধ্যে ৩০ পারা কুরআন রাউন্ডে প্রথম স্থান অধিকারী কে ১ লাখ টাকা পুরস্কার পেয়েছেন ঝালকাঠি নেছারাবাদ আজিযীয়া হাফেজী মাদ্রাসার হফেজ মুহাঃ খলিলুর রহমান,দ্বিতীয় স্থান অধিকার করে ৫০ হাজার টাকা পুরস্কার জিতে নেয় ডুমজুরি সালেহিয়া হিফজুল কুরআন মাদ্রাসার হাফেজ মোঃ সালমানও তৃতীয় স্থান অধিকার ২৫ হাজার টাকা পুরস্কার জিতে নেয় চর চাপলো হাফেজীয়া ফোরকানিয়া মাদ্রাসার হাফেজ সায়াদ হুসাইন। ১০ পারা গ্রুপে প্রথমস্থান অধিকার করে ৫০ হাজার টাকা পুরস্কার জিতে নেয় দারুল কুরআন এ্যারাবিক মাদ্রাসার হাফেজ মুহাঃ ফয়জুল করীম,দ্বিতীয়স্থান অধিকার করেন ঝালকাঠি নেছারিয়া আজিযীয়া হাফেজি মাদ্রাসার নাছরুল্লাহ আল নোমান ও তৃতীয়স্থান অধিকার করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ মাদ্রাসার ছাত্র মুহাঃ ইয়াছিন মুবিন।
এছাড়াও অনুষ্ঠানে দুইটি গ্রুপের ষষ্ঠ থেকে পনের নম্বর পর্যন্ত বিজয়ীদের বিভিন্ন অংকের নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, বিশেষ মেহমান ছিলেন আব্দুল্লাহ আনসারী ও দোয়া মোনাজাত পরিচালনা করেন শায়েখ মাহবুবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন হাফেজ কারী শায়েখ মাহবুবুর রহমান।
পড়ুন- গোপালগঞ্জে মুকসুদপুরে ১০ আওয়ামী লীগ নেতা একযোগে পদত্যাগ


