ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা -৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় হাদির নিজ বিদ্যাপিঠ ঝালকাঠির নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে এ দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ বাহাউদ্দীন,নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসাইনসহ অত্র মাদ্রাসার শিক্ষক ও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু শরীফ ওসমান বিন হাদির খুনিরা এখনো ধরা ছোয়ার বাইরে।এটা অন্তবর্তী সরকারের ব্যর্থতা ছাড়া কিছুই না। রাজধানীতে ডাবল মার্ডারের আসামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা থেকে পুলিশ এসে নলছিটি থেকে গ্রেপ্তার করতেও আমরা দেখেছি।কিন্তু হাদির খুনিদের গ্রেপ্তারে প্রশাসনের ভুমিকা আজ প্রশ্নবিদ্ধ।
সভায় বক্তারা হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবী জানায়।
পড়ুন: পাবনা-১ ও ২ আসনে নির্বাচন ১২ ফেব্রুয়ারি করতে ইসিকে নির্দেশ
আর/


