বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নাচোল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ র্যালি হয়।
র্যালিটি নাচোল পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির আগে হাটচাতালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসউদা আফরোজ হক শুচি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি’র একটিও নেতাকর্মী নির্বিঘ্নে চলাচল করতে পারেনি, রাতের পর রাত নির্ঘুম রাত পার করতে হয়েছে। আজ নিজেদের অপকর্মের কারণে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গেছে। আগামী সংসদ নির্বাচনে মানুষ বিএনপিকে ভোট দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এগিয়ে আসবে।
তিনি আরও বলেন, আপনারা বিএনপিকে ভালোবেসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকে ভালোবেসে যেভাবে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছেন, আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ আমরা চাঁপাইনবাবগঞ্জের এ আসন তারেক রহমানকে উপহার দেবো।
এসময় নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মসিদুল হক, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, নাচোল পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে নিহত ২


