নাটোরের লালপুরে ট্রাকচাপায় ৩ জন মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।
নিহতরা হলেন- উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শ্রী শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), শ্রী রতনের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)। তারা তিন জনই বন্ধু।

এ বিষয়ে মো. নুরুজ্জামান বলেন, ‘ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ দুইজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।’
এনএ/


