নাটোরে বর্ষবরন আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলার উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে নাটোর শহরের নাটোর মহারাজা জে, এন স্কুল এন্ড কলেজের সামনে থেকে জেলা প্রশাসন-এর আয়োজনে বর্ষবরন আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর রাজবাড়ী উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদা শারমিন নেলী সহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মেলা চলবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলায় ২০টি ষ্টল রয়েছে।
পড়ুন : http://নাটোরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রথম হলো ‘মেসি’