১৪/০১/২০২৬, ১৫:৩২ অপরাহ্ণ
25 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৫:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে পূজামণ্ডপের সামনে মাতলামি, দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় পূজা মণ্ডপের সামনে মাতলামি করার সময় দেশীয় অস্ত্রসহ রাজু ওরফে বায়জিদ বোস্তামি ওরফে শাহাজালাল (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি পৌর শহরের সরকারপাড়া মহল্লার মৃত রুহুল আমিন প্রামাণিকের ছেলে এবং স্থানীয় একটি মিষ্টির কারখানার কর্মচারী। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিংড়া পৌরসভার মাদারীপুর সার্বজনীন দুর্গা মন্দির এলাকায়।

মন্দির কমিটির সভাপতি উৎপল সরকার জানান, রাত ১০টার দিকে সুজন নামের এক দর্শনার্থীর সঙ্গে ওই যুবক মণ্ডপে প্রবেশ করেন। নিষেধ থাকা সত্ত্বেও তারা সেখানে নেশাগ্রস্ত অবস্থায় নাচতে শুরু করলে কর্তৃপক্ষ তাদের বাধা দেয়। এসময় সুজনকে থামানো হলে রাজু ক্ষিপ্ত হয়ে বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র হাতে নিয়ে মন্দির এলাকায় ফিরে আসেন। পরে পুলিশ তাকে প্রবেশমুখ থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় পূজার অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই চলমান রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, গ্রেপ্তার হওয়া যুবক মন্দিরের সামনে মাতলামি করছিল। সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে পুলিশ তাকে তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন :নাটোরে এবার সোনালি পাটের দুর্গা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন