নাটোরের গুরুদাসপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে নাজমুল হাসান (৩৫) নামের এক চাঁদাবাজকে পাঁচ লক্ষ টাকাসহ হাতেনাতে আটক করা হয়েছে।
শনিবার (০৩ আগস্ট) রাত্রী আটটার দিকে গুরুদাসপুর উপজেলা ফুড অফিসারের নিকট থেকে চাঁদা নেওয়ার সময় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এনএসআই-এর সদস্যদের পাশাপাশি যৌথবাহিনীর একটি দল অংশ নেয়।
আটক নাজমুল হাসান নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খামারনাচকৈড় এলাকার মোঃ মকবুল হোসেন ও নাজমা খাতুনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নাজমুল বিভিন্ন অফিস-আদালত ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। এনএসআই-এর গোপন নজরদারিতে তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হয় এবং নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এ সফল অভিযান চালানো হয়। অভিযান শেষে অভিযুক্ত নাজমুলকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

