১৫/০১/২০২৬, ১৬:৪৩ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৬:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৮ হাজার টাকা জরিমানা

নানা অভিযোগে নাটোরে বিভিন্ন যানবাহনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফিটনেস ও রুট পারমিট না থাকা, ওভার স্পিড, অতিরিক্ত ভাড়া নেওয়া সহ নানা অভিযোগে যাত্রীবাহী বাস-কার মাইক্রোবাস পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের দত্তপাড়া মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় দেশ ট্রাভেলস-এ রুট পারমিট না থাকায় ৫০০ টাকা, একটি কারকে ওভার স্পীড এর জন্য ৫০০ টাকা, যাত্রীবাহী হানিফ কাগজ না থাকায় ২০০০ হাজার টাকা, অপর একটি হানিফ গাড়ির কাগজ পত্র না থাকায় এজন্য ৩০০০ হাজার টাকা, একটি পিকআপ এ ওভার স্পিড এর জন্য ৫০০ টাকা, যাত্রীবাহী বাস তুহিনের কাগজপত্র ও রুট পারমিট না থাকায় ৫০০ টাকা, অপর একটি কারে ওভার স্পিড এর জন্য ১০০০ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন, বিআরটিএ ও হাইওয়ে পুলিশ-এর যৌথ অভিযানে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট ইসতিয়াক আহম্মেদ, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন সার্জেন্ট লতা, বিআরটি-এর মোটরযান পরিদর্শক উত্তম কুমার দেব শর্মাসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদ যাত্রা নির্ভীঘ্ন করতে এবং সড়কে দুর্ঘটনা কমাতেই এই ধরনের উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা। পর্যায় ক্রমে এই অভিযান চলবে।

পড়ুন : নাটোরে মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‌‘জয় বাংলা’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন