১৬/০১/২০২৬, ০:১১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৬/০১/২০২৬, ০:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর–পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় একটি প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাসেন আলী (৪৫) নামের এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাসেন আলী বড়াইগ্রামের জোয়ারি ইউনিয়নের কাটাশকোল গ্রামের মৃত আবু বক্করের ছেলে। তিনি নাবিস্কো বিস্কুট কোম্পানির ডেলিভারি ভ্যান চালক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি বনপাড়া কয়েন বাজারে পণ্য সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েন বাজার এলাকায় পৌঁছানোর আগে একটি প্রাইভেট কার ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক হাসেন আলী ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: জাবি ছাত্রদলের উদ্যাগে জাবিতে ভ্যাকসিনেশন কার্যক্রম সম্পন্ন

দেখুন: আ.লীগকে একসময় কাঠগড়ায় দাঁড়াতে হবে: মির্জা ফখরুল |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন