১৪/০১/২০২৬, ৯:৫১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ৯:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে সারের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

নাটোরের নলডাঙ্গায় তীব্র সার সংকটের প্রতিবাদে স্থানীয় কৃষকেরা নলডাঙ্গা উপজেলা পরিষদ ঘেরাও-সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এতে নাটোর- নওঁগা আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গা-নাটোর সড়কে তীব্র যানযটের সৃষ্টি হয়।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে নলডাঙ্গা-নাটোর রাস্তায় কৃষকেরা সারের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করে।
এবং দুপুর ২টার দিকে সারের দাবিতে উপজেলার মাধনগরেও বিক্ষোভ শুরু হয়।

বিজ্ঞাপন

কৃষকরা অভিযোগ করেন, আজকে সার দেওয়ার কথা থাকলে ডিলারেরা সার দিচ্ছে না। আমরা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছি না। এভাবে চলতে থাকলে আমরা ফসল উৎপাদন করতে পারবো না এভাবে সংকট চলতে থাকলে ফসল উৎপাদনে ব্যাহত হবে, ফসলের ফলন কমবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। আবার সরকারী মূল্যের চাইতে প্রতি বস্তায় ৬০০/৭০০ টাকা বেশি দিয়ে সার সংগ্রহ করে কোন রকম আবাদ করতে হচ্ছে। সার সরবরাহ না থাকলে তারা আবাদ করতে পারবে না। কৃষকরা দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি জানান।

বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে সার সংকট নিয়ে কৃষকদের চরম হতাশা। সারের জন্য কৃষক উপজেলার বিভিন্ন বাজারে সারের দোকানে দোকানে গিয়েও সংগ্রহ করতে পারেনি

নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান ও নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিষোয়ার হোসেন এবং নলডাঙ্গা থানা পুলিশ, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলার মাধনগর কৃষক ও এলাকাবাসী সারের দাবি ও সিন্ডিকেন্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

পড়ুন- যশোরে বিজিবির অভিযানে প্রায় ১ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

দেখুন- নোয়াখালী মুক্ত দিবস আজ, নানা আয়োজনে পালিত | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন