১৫/০১/২০২৬, ২২:২৮ অপরাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২২:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাটোর সুগার মিলে ডাকাতি, ১ কোটি টাকার মালামাল লুট

নিরাপত্তারক্ষীদের জিম্মি করে নাটোর চিনিকলে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় চিনিকলের ভিতরে বিয়ারিং, মিল হাউজ, ওয়ার্কসপ হাউজসহ বিভিন্ন রুম থেকে প্রায় ৯০ লাখ ৪ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় পুলিশ মিলের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের হুগলবাড়িয়া এলাকায় চিনিকলের কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. ফেরদৌসুল আলমকে আহবায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ র্কমদিবসের মধ্যে প্রতিবেদনটি জমা দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান।

বিজ্ঞাপন



মিল কর্তৃপক্ষ জানায়, রোববার ভোরে একদল ডাকাত চিনিকলে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের হাত-পা বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে মিলের ভিতরে প্রবেশ করে। এরপর ভিতরে থাকা কারখানার বিয়ারিং, ওয়েল্ডিং ক্যাবল, ব্রাশ, শ্যাফট, পাম্পের ইনার প্লেট, ফিটিং বুশ, সিরাপ পাইপ, স্টার ও রোটর ব্রাশ এবং তারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। এছাড়া ইলেক্ট্রিশিয়ানের আলমারি ভাংচুর ও লুটপাট করা হয়। সব মিলিয়ে মিলের প্রায় ৯০ লাখ ৪ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।



নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. ফেরদৌসুল আলম জানান, এই ঘটনায় আমাকে আহŸায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী দুই কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা কাজ শুরু করেছি।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান জানান, গতরাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের বেঁধে অস্ত্রেরে মুখে জিম্মি করে প্রায় ৯০ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এসময় কারখানার ভিতরে থাকা আসবাপত্র ও আলমারীসহ বিভিন্ন মালামাল তছনছ করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। প্রযুক্তিগত কিছু ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। মিলের অভ্যন্তরীন লোকজন এই ঘটনার সাথে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মূলত দুটি বিষয়ের উপর তদন্ত চলমান রয়েছে। তদন্তের স্বার্থে মিলের কয়েকজন নিরাপত্তা কর্মীকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন: নাটোরে ধানের জমি থেকে মুখ বাঁধা অবস্থায় এক মরদেহ উদ্ধার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন