নানা সমস্যায় জর্জরিত নওগাঁ কেন্দ্রীয় বাস টার্মিনাল। প্রতিষ্ঠিত হওয়ার পর উন্নয়ন তো দূরের কথা, এত বছরে একবার সংস্কারও হয়নি। দুই বছর ধরে টার্মিনাল ভবনটি পরিত্যক্ত। নেই যাত্রী সেবার ন্যূনতম সুযোগ-সুবিধা। এতে ভোগান্তিতে যাত্রী ও চালকরা।
শহরের যানজট নিরসনে আশির দশকে নওগাঁর বাস টার্মিনাল স্থানান্তর করা হয় বালুডাঙ্গায়। তবে বর্তমানে টার্মিনালটির জরাজীর্ণ দশা। দুই বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে টার্মিনাল ভবন। খসে পড়ছে ছাদের পলেস্তারা। বিকল্প না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কাজ।
এছাড়াও টার্মিনালে নেই কোন যাত্রী ছাউনি, টয়লেট এমনকি পানির ব্যবস্থা। যেখানে সেখানে ময়লার স্তুপ। এ নিয়ে ক্ষোভের শেষ নেই যাত্রী ও চালকদের।
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ নাজমুল হোসেন আমজাদ জানালেন, আধুনিক মানের টার্মিনাল নির্মাণে পৌরসভা ও প্রশাসনকে বার বার জানিয়েও কাজ হয়নি।
টার্মিনালের ডিজাইন রেডি, দ্রুতই নির্মাণ কাজ শুরু হবে, জানালেন পৌর মেয়র।
অভন্তরীন রুটসহ বিভিন্ন জেলায় প্রতিদিন প্রায় ৫শ’ বাস যাতাযাত করে এ টার্মিনাল হয়ে। তাই যাত্রী ও চালকদের দুর্গোগ কমাতে, দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের।