নারায়ণগঞ্জের ফতুল্লার যমুনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে, তেলবোঝাই একটি ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায়, আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জ্বালানি তেল লোড করার সময়, ট্রলারটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আহত হন একজন। তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।