নারায়ণগঞ্জের বন্দরে বজ্রপাতে ৮ম শ্রেনী পড়ুয়া নিরব (১৪) নামে এক ছাত্র নিহত হয়।
বুধবার(১৪ মে) আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় বজ্রপাত ও ঝড়ে কাজীপাড়া কামড়াব নয়াপাড়া এলাকার সৌদি প্রবাসী আফজাল মিয়ার ছেলে নিরব নিহত হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত নিরব দুপুরে স্কুল থেকে বাড়ি এসে পাশের বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় প্রচন্ড ঝড়ে হঠাৎ বজ্রপাত ঘটে, নিরব পানিত ডুব দিয়ে তীরে উঠতে পারেনি। পরে তার নানা কবির হোসেন পানির নিচ থেকে তাকে উদ্ধার করে।

প্রথমে স্থানীয় আবুল বাশার হাসপাতাল নিয়ে গেলে নিরবকে ঢাকা মেডিকেলের রেফার করে, পরে মদনপুর দি বারাকা হাসপাতাল নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানায় হাসপাতালে নেয়ার পূর্বেই নিরব মৃত্যুবরণ করে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান বিষয়টি সম্পর্কে আমি এখন আপনার কাছ থেকে জানতে পারলাম তবে আমরা লোক পাঠাচ্ছি ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানাবো।


