নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় চাষাঢ়া ও আশপাশের এলাকায় জেলার সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এবং বিআরটিএ এই অভিযানে অংশ নেয়।
অভিযানে গ্রীণঢাকা, আসিয়ান ও মৌমিতার ৪ টি বাস, ২টি ট্রাক এবং ২ টি ব্যাটারিচালিত অটো রিকশা আটক করা হয়েছে। এছাড়া যেগুলোর কাগজপত্র নেই সেই পরিবহণগুলোকে ডাম্পিং করা হয়েছে এবং কিছু যানবাহনকে মামলা দেয়া হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘অবৈধ বাস কাউন্টারগুলোকে অপসারণের জন্য ২৪ ঘন্টার সময় বেধে দেয়া হয়েছে। সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয়েছে সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কোন ট্রাক শহরে প্রবেশ করতে পারবে না।’
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ মেজর আয়াস আব্দুল্লাহ গালিব, নগর পরিকল্পনাবিদ মো, মঈনুল ইসলাম অভিযানে অংশ নেন। এছাড়া বিভিন্ন বাস মালিক সমিতি, শ্রমিক নেতা এবং শিক্ষার্থীরাও অংশ নেয় অভিযানে।