সোমবার ( ২৪ নভেম্বর) ভোরবেলায় বন্দর উপজেলার নাসিক ২৬ নং ওয়ার্ডের সোনাচড়া এলাকায় পারভেজ (৩৬) নামের এক রাজমিস্ত্রি কে বিল্ডিং এর পিলারের সাথে বেঁধে পিটিয়ে হত্যা করলেন ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নেসার উদ্দিন, মাহিম ও তার স্ত্রী হাজেরা।
সরেজমিনে গিয়ে জানা যায় নেসির উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান এম এ রশিদের মেজ ভাই। পূর্ব শত্রুতার জেরে নেছার উদ্দিন পাশের বাড়ীর সামু মিয়ার মেয়ের জামাই ও নাসিক ৬ নং ওয়ার্ডের এসও এলাকার তাড়ামিয়ার ছেলে পারভেজ কে ডেকে নিয়ে চোর আখ্যা দিয়ে হত্যা করেন।
মৃত পারভেজের স্ত্রী খাদিজা আহাজরি করে বলেন আমার স্বামীকে না মেরে একটা হাত বা পাঁ ভেঙ্গে দিলেও বেচে থাকতেন, আমার ছেলেটাকে নিয়ে খেয়েপরে বাঁচতে পারতাম, এখন আমার কি হবে, কি করমু।
লাশ সুরতহাল করার জন্য ধামগর পুলিশ এস আই ইলিয়াস ও ফোর্স ঘটনাস্থলে আসেন।
এদিকে নেছারউদ্দীন তার ছেলে ও স্ত্রী বাড়িঘড় ফেলে পালিয়ে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী জানান আমরা লাশ সুরতহাল করে মর্গে পাঠিয়েছি, এবং জানতে পেরেছি চোর আখ্যা দিয়ে এই রাজমিস্ত্রি কে পিটিয়ে মেরেছেন তারা, আমাদের কাছে কয়েকজনের নাম আসছে আমাদের মামলা প্রক্রিয়াধীন আমরা তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনবো।
পড়ুন- মেহেরপুরে দেশীয় ওয়ান শুটার গান সহ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আটক


