রূপগঞ্জে বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্মে লিপ্ত হলে নির্ভয়ে লিখুন,দল ব্যবস্থা নিবে, অপরাধ প্রমাণিত হলে সাথে সাথে বহিষ্কার হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
রূপগঞ্জ প্রেসক্লাবসহ রূপগঞ্জের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।১৫ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইলে এমন মতবিনিময় করেন তিনি।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম, দৈনিক জনতার নির্বাহী সম্পাদক আলম হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সাংবাদিক খলিল সিকদার, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মতিন মিয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া,উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচীব মাছুম বিল্লাহসহ স্থানীয় সাংবাদিকরা।
পড়ুন- রূপগঞ্জে ট্রাক চাপায় অটোচালক নিহত ; আহত ২
দেখুন- স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, যা বলছেন বিক্ষুব্ধরা


