18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি সম্প্রচারিত হবে নাগরিক টেলিভিশনে

১০ বছর পর দ্বিতীয়বারের মতো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে নাগরিক টেলিভিশনে।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নেওয়া হয়েছে গণভবনে। ৫মে দুপুর ১২টার দিকে গণভবনে ট্রফি নেওয়া হলে, ট্রফি সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটসেশনে অংশগ্রহণ করেন বাংলাদেশ ও ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক, বিসিবি সভাপতি এবং আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিস।

ফটোসেশন শেষে ঢাকার একটি তারকা হোটেলে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে খেলার সূচি ঘোষণা করে বিসিবি।

টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতসহ ১০টি দলের অংশগ্রহণে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট দুইটি ভেন্যুতে খেলা হবে। আগামী ৩ অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।

প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি। বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২’তে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন