“নারী ও কন্যা শিশুদের প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে একসাথে হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষ করে র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউন হলের সামনে এসে শেষ করেন। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা করেন।
এতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নারী অধিকারকর্মী, শিক্ষক-সাংস্কৃতিককর্মীসহ সাধারণ মানুষ এতে অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার, পোস্টার এবং প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সমাজে নারীর প্রতি সকল ধরনের সহিংসতা, বিশেষ করে ডিজিটাল সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
বক্তারা বলেন, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের মাধ্যমে নারীদের হয়রানির ঘটনা বাড়ছে, যা রোধে পরিবার-সমাজ-প্রশাসন সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা নারীর নিরাপত্তা, বিচারপ্রাপ্তি এবং সমান অধিকার নিশ্চিত করার দাবি জানান।
পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২ ডিগ্রি
আর/


