নারী এশিয়া কাপের ফাইনালে আজ শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ভারত ও শ্রীলঙ্কা। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে তিনটায়।
আসরের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠে ভারত। আর দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে স্বাগতিক শ্রীলংকা। নারী এশিয়া কাপে একচেটিয়া প্রাধান্য ভারতের। গত আট আসরের মধ্যে সাতবারই শিরোপা জয় করেছে ভারত। শ্রীলংকা এর আগে পাঁচবার ফাইনাল খেললেও শিরোপা জয় করতে পারেনি। এবার স্বাগতিক হওয়ায় প্রথমবারের মতো শিরোপা ছুতে চায় লঙ্কান মেয়েরা।