নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ),কুমিল্লা জেলা শাখা।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, “নার্সিং পেশার ৪৮ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতিকে অস্বীকার করে প্রশাসনিকভাবে অধিদপ্তর বিলুপ্ত করার যে প্রস্তাব উঠেছে, তা নার্সদের মর্যাদাহানি ও স্বাস্থ্যসেবার জন্য বড় হুমকি।”এভাবে চলতে থাকলে আমরা মানুষের রোগীদেরকে সেবা দিতে পারব না, আমাদের আত্মমর্যাদা প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এর সভাপতি শাহিদা আক্তার, সহ-সভাপতি ডমিনিক তরফদার, সাধারণ সম্পাদক ইসমাত জাহান লুভনা, ন্যাশনাল নার্সেস ফোরামের রবিউল আওয়াল সহ বিএনএ’র কর্মকর্তারা।
তারা দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের স্বতন্ত্র অবস্থান অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

