১৪/০১/২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
15 C
Dhaka
১৪/০১/২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাহিদ হত্যার বিচার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পটুয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ নিজাম খন্দকারের বড় ছেলে ও ছাত্রদল কর্মী নাহিদ হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন


রোববার (১১ জানুয়ারী) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইমাম হোসেন নাসির, আব্দুর রহমান খন্দকার, মনিরুল ইসলাম স্বপন, খন্দকার ওনস্বর্না আক্তার রিমি প্রমুখ। বক্তারা বলেন, নাহিদ একজন মেধাবী ছাত্র ও রাজনৈতিক কর্মী ছিলেন। তাঁর নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকা শোকাহত ও ক্ষুব্ধ। দ্রুত বিচার নিশ্চিত না হলে জনগণের আস্থা নষ্ট হবে বলেও তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে খুনিদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।


মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন, যেখানে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, ছোট ভাইয়ের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় খন্দকার নাহিদ (২৪) নিহত হন।  ৩১ ডিসেম্বর বিকেল ৪টার দিকে পানি উন্নয়ন বোর্ডের সামনে নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় মাহিনের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল নাহিদের ওপর পুনরায় হামলা চালায়।


প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা প্রথমে নাহিদকে হুমকি দেয়। এরপর সঙ্গে থাকা ক্রিকেট খেলার ব্যাট দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় নাহিদ অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তাকে তুলে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় কর ভবনের এলাকা থেকে নাহিদকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।


অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে  মাহিন, নাহিদ , ছোটন ও হিরা কে আটক করে পটুয়াখালী সদর থানা পুলিশ।

পড়ুন- নেত্রকোনায় জমিতে চাষাবাদ নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ: আহত ৮

দেখুন- এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সমাবর্তন, ডিগ্রি পেল ২৩৫ শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন