22 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

না খেলেও র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

কোনো ম্যাচ না খেলেও ফিফা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। সেপ্টেম্বরে প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৬। এক ধাপ এগিয়ে অক্টোবরে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে লাল-সবুজদের প্রতিনিধিদের অবস্থান এখন ১৮৫।

এর আগে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ ভুটানে দুই ম্যাচ খেলেছিল। দুই ম্যাচের একটিতে জয় আরেকটিতে হারে জামাল ভূঁইয়ার দল। যার প্রভাব পড়ে র‌্যাঙ্কিংয়ে ১৮৪ থেকে দুই ধাপ পিছিয়ে ১৮৬–তে নেমে যায়।

বাংলাদেশ অক্টোবর উইন্ডোতে ম্যাচ খেলেনি। এই উইন্ডোতে না খেলেও একধাপ এগিয়েছে তারা। নভেম্বর উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে জাামল-বিশ্বনাথদের দুটি হোম ম্যাচ খেলার কথা রয়েছে। ৯ ডিসেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ড্র। ২০২৫ সালের ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। 

এদিকে শীর্ষস্থানে খুব একটা পরিবর্তন নেই। র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা। দুই থেকে চারে  ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। পাঁচ নম্বরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন