18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

নিউইয়র্কে তৌহিদ-জয়শঙ্করের বৈঠক, সম্পর্ক এগিয়ে নিতে ঐকমত্য

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স পোস্টে (সাবেক টুইটার) বলা হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী  এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। তারা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে প্রধান উপদেষ্টার একদিন আগেই নিউইয়র্কে যান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হচ্ছে না প্রধান উপদেষ্টার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন