নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নে গ্রামবাসীর যাতায়াতের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণ ও একটি জরাজীর্ণ কাঠের সেতু সংস্কার করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। সেতু নির্মাপুণ করে পুরো উপজেলায় প্রশংসায় ভাসছেন তিনি ।
রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার চানন্দী ইউনিয়নের ওই সেতু দুটি যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়।
চানন্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে চানন্দী খালের উপর ব্রিজের অভাবে নানা সমস্যার সম্মুখীন হয়ে আসছিলেন মৌলভী গ্রামের স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন সময়ে ব্রিজের দাবিতে একাধিক জনপ্রতিনিধির কাছে ধরনা দিয়েও কোনো ফল মেলেনি। অবশেষে স্থানীয় লোকজন বিষয়টি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে জানান। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে একটি গ্রামে একটি কাঠের সেতু নির্মাণ এবং আরেকটি গ্রামে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একটি কাঠের সেতু সংস্কার করে দিয়েছেন। আর এর মধ্য দিয়েই নিরসন হলো প্রায় ৬ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ।
চানন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, আওয়ামী লীগ আমলে উপজেলার মৌলভী গ্রাম ও আলআমিন গ্রাম অনেক অবহেলিত ছিল। মৌলভী গ্রামের এই পথ দিয়ে বাঁশের সাঁকো হয়ে প্রতিদিন হাজারো নারী-পুরুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা অনেক কষ্ট করে যাতায়াত করতেন। খালের উপর কোনো ব্রিজ বা কালভার্ট না থাকায় দুভোগের অন্ত ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে এলাকায় এসেছিলেন বিএনপি নেতা তানভীর। তখন তিনি এ দুর্ভোগের কথা জানতে পারেন। পরে তিনি দ্রুত কাঠের সেতু নির্মাণ করে দেন। এতে এলাকাবাসীর জন্য অনেক উপকার হয়েছে। ব্রিজটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল।
এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, স্থানীয় লোকজন তাদের দুরবস্থার কথা জানান। তাদের কথা শুনে কাঠের সেতু নির্মাণ ও সংস্কারের কাজ করি। ফলে মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হয়েছে। বিষয়টি আগে জানলে সেতুটি আগেই করে দিতাম। সেতুটি করে দিতে পেরে আমি নিজেও খুশি। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।
পড়ুন: রাঙামাটিতে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত


