21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
বিজ্ঞাপন

রিজভী বললেন, দেশকে কব্জায় নিতে চাচ্ছে ভারত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত আগ্রসন চালিয়ে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোকে কব্জায় নিতে চেষ্টা করছে কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হবে না বলে। জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুশিয়ারি দেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশের হিন্দু ও মুসলমান সবাই মিলে ভারতের দাসত্ব খান খান করে দিবে। ভারতে বিজেপি গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে মন্তব্য করে বিএনপির জেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন তারা এখন হিংসা ছড়াচ্ছে এছাড়া তাদের ক্ষমতায় টেকার উপায় নাই। মমতা ব্যানার্জির উদ্দেশ্যে তিনি বলেন ধর্মনিরপেক্ষতার কথা বললেও উনি গভীর কট্টর হিন্দুত্ববাদে বিশ্বাসী। বিভাজনের নীতি চলা সাম্প্রদায়িক বিজেপি শাসক গোষ্ঠীর সাথে যোগ দিয়েছে মমতা ব্যানার্জি।

বাংলাদেশের মানুষ এক শেখ হাসিনা ছাড়া আর কেউ অন্য ধর্মের ঘৃনা ছড়ানোর কাজ করে নাই বলে জানিয়ে তিনি বলেন এদেশে যারা ইসলামী রাজনীতি করে তারাও অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলে না।

আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে পতাকার নামিয়ে তা ছিড়ে এদেশের মানুষের মনে বড় আঘাত করেছে ভারতীয় সাম্প্রদায়িক গোষ্ঠী উল্লেখ করে রিজভী বলেন ভারতীয় আগ্রাসোনের বিরুদ্ধে এদেশের প্রতিটা মানুষ লড়বে।

বিএনপির এ নেতা বলেন শেখ হাসিনার পতন ভারতীয় মিডিয়া মেনে নিতে পারেনি তাই তারা একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ভারতীয় মিডিয়াকে তিনি বিজেপি সরকারের গদি মিডিয়া বলেও আখ্যা দেন। শেখ হাসিনার ২৮ লাখ কোটি টাকার ভাগ বিজেপি নেতারাও নিয়েছেন বলে অভিযোগ করেন রিজভী।

এনএ/

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

দেখুন: তাহলে কী সস্পর্কে ফাটল ধরলো বিএনপি সমন্বয়কদের?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন