17 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

কমিশনে বিচার বিভাগ সংস্কার নিয়ে মতামত তুলে ধরেছেন প্রধান বিচারপতি

বিচার বিভাগ সংস্কার নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংবিধানে বিচার বিভাগের বিভিন্ন সংস্কারের বিষয়ে কমিশনের কাছে মতামত তুলে ধরেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (১১ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টে তার সঙ্গে মতবিনিময় সভা করেন সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা। এসময় বিচার বিভাগ সংস্কার নিয়ে মতামত তুলে ধরেন প্রধান বিচারপতি।

সভা শেষে অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে সংবিধানের সংস্কার প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। এজন্য সংবিধানে অন্তর্ভুক্ত বিচার বিভাগের বিভিন্ন সংস্কারের বিষয়ে এর আগে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছেন তারা। এর ধারাবাহিকতা প্রধান বিচারপতির সঙ্গে মতবিনিময় করেন।

এসময় প্রধান বিচারপতি এরই মধ্যে ন্যায়বিচার নিশ্চিতে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানায় কমিশনকে। আলী রীয়াজ জানান, এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ যারা ওয়বে সাইট ও ই-মেইলের মাধ্যমে সংবিধান সংস্কারে তাদের মতামত দিয়েছেন।

আলী রীয়াজ বলেন, জরিপের ফলাফল এখনও কমিশনের কাছে দেওয়া হয়নি। এসময় রাজনৈতিক দলগুলো সংবিধান সংস্কারে বিভিন্ন প্রস্তাব দিয়ে সহযোগিতা করায় ধন্যবাদ জানান তিনি। বিবিএসের জরিপ নিয়ে গণমাধ্যমে অসম্পূর্ণ সংবাদ পরিবেশন করা হচ্ছে বলেও জানান তিনি।

টিএ/

দেখুন: বুবলীর সাথে কি নিয়ে দূরত্ব পরীমনির?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন