নির্বাচনী তফসিল ঘোষণাকে শুভেচ্ছা জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় পৌর শহরের নতুন বাজার এলাকার উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়।
পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে উপজেলা বিএনপি ও অংগসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার ও সাধারন সম্পাদক হাফিজুর রহমান চুন্নু সহ অংগসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে ধানের শীষের পক্ষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
পড়ুন : পটুয়াখালীতে বেগম রোকেয়া দিবসে আটজন অদম্য নারীকে সম্মাননা প্রদান


