১৪/০১/২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনী মাঠে সহিংসতার ছায়া: হাদির ওপর হামলার প্রতিবাদে উত্তাল সুনামগঞ্জ

নির্বাচনের উত্তাপ যখন বাড়ছে, তখন রাজনীতির মাঠে আবারও সহিংসতার ছায়া। ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। এই কর্মসূচিকে ঘিরে জেলাজুড়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। হাতে ব্যানার-ফেস্টুন, মুখে স্লোগান নিয়ে নেতাকর্মীরা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। একপর্যায়ে মিছিলটি আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ভিন্ন খাতে নিতে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, শরীফ ওসমান বিন হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতারই অংশ।

জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাশুক আলম বলেন, “এই হামলা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।” একই সুরে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, “ভোট ও মত প্রকাশের অধিকার রক্ষায় রাজপথে থাকার বিকল্প নেই।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আ. ত. ম. মিছবাহ, কাজী নাছিমউদ্দীন লালা, বিএনপি নেতা সুয়েব আহমদ, ফুল মিয়া, সাবেক বিএনপি নেতা সোহেল মিয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম রাজাকি কায়েস, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অমর খৈয়ামসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বড় আকার ধারণ করে। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, হামলার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আন্দোলনের কর্মসূচি আরও জোরদার করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এ ধরনের হামলা শুধু প্রার্থী নয়, পুরো নির্বাচনী পরিবেশকেই ঝুঁকির মুখে ফেলে। সুনামগঞ্জে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচি দেখিয়ে দিয়েছে—রাজনীতির মাঠে সহিংসতার বিরুদ্ধে দলীয় অবস্থান আরও কঠোর হচ্ছে।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও নেতাকর্মীদের কণ্ঠে ছিল একটাই দাবি—হাদির ওপর হামলার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। নইলে নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা আরও ঘনীভূত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পড়ুন- ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

দেখুন- জুলাই প্রজন্ম কাউকে ভয় পায় না: সাদিক কায়েম | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন