১৪/০১/২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে শনিবার (১৩ ডিসেম্বর) দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।

বিজ্ঞাপন

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, নাজমুল মোস্তফা আমিন বিশাল মোটরসাইকেল শোডাউন ও গাড়িবহর নিয়ে নির্বাচনি এলাকায় প্রবেশ করেন। সাতকানিয়ার বটতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত শুনানি শেষে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে। জরিমানার টাকা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন সুত্র জানায়, নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারার বিধান অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়।

লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, শনিবার লোহাগাড়ার বটতলী স্টেশন মোড়ে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বহর নিয়ে শোডাউন করেন চট্টগ্রাম-১৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। বিষয়টি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও জানান, আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারা লঙ্ঘনের কারণে ২৭(ক) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এটি দেশের প্রথম মোবাইল কোর্ট, যেখানে কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সবই করা হবে।”

এই বিষয়ে মন্তব্য জানতে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সাথে যোগাযোগ করা হলে,তিনি ফোন রিসিভ করেননি।
পরে তাকে হোয়াটসঅ্যাপে অভিযোগের বিস্তারিত জানিয়ে বার্তা দিলেও উত্তর দেননি তিনি।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর এটিই প্রথম কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘটনা।

পড়ুন- টাঙ্গাইল প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

দেখুন- গ্রেট ইরানের ইস্কুপের প্যাচে আক্কেলগুড়ুম | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন