জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে চরম অবহেলার চিত্র উঠে এসেছে। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণে অংশ নিতে দুইজন মৃত শিক্ষকের নামে চিঠি পাঠিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।
বৃহস্পতিবারে পাঠানো ওই চিঠিতে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা দুজনই ইতোমধ্যে মারা গেছেন। মৃত ব্যক্তিরা হলেন চরমাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল করিম এবং পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান আকা।
চরমাগুরীহাট দাখিল মাদ্রাসার সুপার শফিউল আলম জানান, সহকারী শিক্ষক আব্দুল করিম প্রায় দেড় বছর আগে মারা গেছেন। অথচ তার নামেই নির্বাচনী প্রশিক্ষণে অংশ নেওয়ার চিঠি পাঠানো হয়েছে, যা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বিস্মিত করেছে।
অন্যদিকে, পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, সহকারী শিক্ষক আতাউর রহমান আকা চার মাস আগে মারা গেছেন। তার নামেও প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের চিঠি আসে। পরে বিষয়টি জানানো হলে তার পরিবর্তে অন্য একজন শিক্ষকের নাম অন্তর্ভুক্ত করা হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৩৬ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ৫৭২ জন, নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৮৯২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন। এ উপজেলায় ৭৫টি ভোটকেন্দ্রে মোট ৪৩৭টি বুথে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজন হবে ৭৫ জন প্রিজাইডিং অফিসার, ৪৩৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮৭৪ জন পোলিং অফিসার। সে লক্ষ্যে প্রশিক্ষণের জন্য প্রিজাইডিং অফিসার পদে ৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার পদে ৪৫৯ জন এবং পোলিং অফিসার পদে ৯১৮ জনের তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী ২৪ ও ২৫ জানুয়ারি দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেম মেমোরিয়াল কলেজে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম স্বীকার করেন, কারিগরি ত্রুটির কারণে মৃত দুই শিক্ষক তালিকাভুক্ত হয়েছেন। তিনি বলেন, “বিষয়টি নজরে আসার পরপরই তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে।”
এ ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে এবং নির্বাচনী প্রস্তুতির মান নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহলে।
পড়ুন- সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদেরকে মানুষ বলা ঠিক হবে না : আমির হামজা
দেখুন- আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই: ইশরাক হোসেন


