21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

নির্বাচনের পর সংকট কাটেনি, আরও বেড়েছে: ফখরুল

দ্বাদশ নির্বাচনের পর থেকে সরকারের সংকট আরো গভীর হয়েছে। মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম  আলমগীর। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ সংকট নিরসন করা না হলে সরকারের ভবিষ্যৎ সুখকর হবেনা।

দীর্ঘ ছয়মাস পর গুলশানে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব। গেলো বছরের ২৮ অক্টোবর সহিংসতাকে কেন্দ্র করে পরের দিন গ্রেপ্তার হোন । রাজনৈতিক কর্মকান্ডে বিলম্বে আসার পেছনে কারাগারে  নিজের  অসুস্থ হয়ে পড়া এবং  মুক্তি পাবার পড়েও অসুস্থতার কারণ জানান ফখরুল।

দেশের বর্তমান পরিস্থিতি ও দলের নীতি নির্ধারকদের বৈঠকে সিদ্ধান্ত জানাতে আয়োজন করা হয় এ সংবাদ সম্মেলনের।

সরকার বিরজানীতি করণের লক্ষ্যে বিরোধী নেতাদের জেলে পুরতে নতুন করে ট্রাইবুনাল গঠন করতে যাচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব।

ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে  বিএনপি মহাসচিব বলেন- বিদেশীদের উপর তারা নির্ভর করেনা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ এখন ২৪ ঘন্টায় তিনি অসুস্থ থাকছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন সরকার তাকে, উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন