জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গা নেই। সেখান থেকে একটি ছাত্রসংগঠন তৈরি হয়েছে, রাজনৈতিক দল তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট (অস্তিত্ব) করে না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে, এই পরিচয়ে ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে, তাহলে তারা যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেন।’
শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও ইভটিজিংয়ের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করছি।
তিনি বলেন, সাইবার জগতে নারীদেরকে টার্গেট করা হচ্ছে, যাতে তারা রাজনৈতিক অঙ্গনে না আসতে পারেন, সমাজের সম্মুখসারিতে না আসতে পারেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনে অংশ নিতে এনসিপি প্রস্তুত। মাত্র আত্মপ্রকাশ করেছে আমাদের দল। তাই নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে কাজ করছি। জোট কিংবা প্রার্থী দেয়ার কথা এখন ভাবছি না।
নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনের আগে বিচার কার্যক্রম ও জুলাইয়ের সনদপত্র দেখতে চাই।
পড়ুন : জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন