৩০/০১/২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
৩০/০১/২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ ও ইইউ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সংস্কার সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। ঢাকায় প্রাপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল শার্লি বচওয়ে চলতি মাসের শুরুতে লন্ডনে ঘোষণা দেন, ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো ১৪ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন।

রাজনীতি, আইন, গণমাধ্যম, লিঙ্গসমতা ও নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা এ পর্যবেক্ষক দলে থাকবেন। লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের একটি সচিবালয় দল পর্যবেক্ষক দলকে সহায়তা করবে।

২১ জানুয়ারি দেওয়া এক বিবৃতিতে কমনওয়েলথ জানায়, নির্বাচন ও গণভোট বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না—তা স্বাধীনভাবে মূল্যায়ন করাই পর্যবেক্ষক দলের ম্যান্ডেট।

আরও বলা হয়, বাংলাদেশ যে মানদণ্ডে নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করেছে, জাতীয় আইনসহ সেই মানদণ্ডের আলোকে নির্বাচনী প্রক্রিয়ার ওপর পর্যবেক্ষক দল প্রতিবেদন দেবে।

পড়ুন: সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন