১৫/০১/২০২৬, ১৭:০৩ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৭:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘নির্বাচনে ভোটের পরিবেশ সুন্দর করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম’

ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় ঝিনাইদহ সড়কের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। দলের কালীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দালিপাল্লার প্রার্থী আবু তালিব।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বাংলাদেশের ইতিহাসে ৫৪ বছর পার হয়েছে। এ সময়ে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, মানুষ বিভিন্ন ভাবে বঞ্চিত। ভোট আসলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হয়, ভয় দেখানো হয়। ভোট শেষ হলে যারা পরাজিত হয় তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়। এবারের নির্বাচন একটু ভিন্ন আঙ্গীকে দেখা হচ্ছে। নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে। স্বাধীনভাবে সবাই তার মতামত প্রয়োগ করতে পারবে। ভোটের সুন্দর পরিবেশ হবে এটা আমাদের প্রত্যাশা। এ সুন্দর পরিবেশের জন্য সাংবাদিকদের ভূমিকা রয়েছে। সেই প্রত্যাশা পুরনের জন্য সাংবাদিকদের ভূমিকা অপরিসিম। এচন্য আপনাদের প্রয়োজনীয় কর্মকান্ড অব্যহত থাকবে আশা রাখছি। আমরা চাই একটি সুশৃঙ্খল আনন্দ ঘন পরিবেশে সুষ্ঠ্য উৎসবমুখর ভোট অনুষ্ঠিত হোক। এমন পরিবেশে জনগণ যাকে চাইবে তিনিই নির্বাচিত হয়ে আসবেন।

আপনারা দেখেছেন নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে। ইতোমধ্যে দেশে বেশ কয়েকটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। অবৈধ অস্ত্রের সন্ধানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে। ইতোপূর্বে কিছু কিছু জায়গায় অস্ত্র উদ্ধার হয়েছে। সামগ্রিকভাবে আরো যাতে সুন্দর পরিবেশ হয় সে প্রত্যাশা করছি।

আমি ঝিনাইদহ-৪ বাংলাদেশ জামায়াতের প্রার্থী হিসাবে আমারও চাওয়া পাওয়া এটাই জনগণ যাকেই সমর্থন দিবেন বা নির্বাচিত করবেন আমি তাকে স্বাগত জানাবো। জনগণ যদি আমাকে সমর্থন দেয় তাহলে আমি এই অঞ্চলের কর্মকান্ড পরিচালনার জন্য স্থানীয় সমস্যাগুলো পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের পরামর্শে আমার পথচলা শুরু হবে। আমি মানুষ, আমারও ভুল হতে পারে। আমার ভুলগুলো ধরিয়ে দিলে আমি আপনাকে বন্ধু হিসাবে গ্রহন করবো। ইতোপূর্বে দেখা গেছে, সংবাদকর্মীরা সঠিক সংবাদ পরিবেশন করায় ক্ষমতাশীনরা সংবাদকর্মীদের উপর জুলুম করে হত্যা করে। আমার স্পষ্ট বক্তব্য হলো আমার ভুল ত্রুটি ধরিয়ে দিলে আমি আপনাকে আপনজন হিসাবে গ্রহন করে ভুল সংশোধন করবো। আপনারা লক্ষ করেছেন বিগত ১৫ বছরের অবস্থা আর বিগত ১৫ মাসের অবস্থা। আজ আমরা সংকিত, জাতির যে দুর অবস্থা ছিল বিগত ১৫ মাসেও কোন কোন জায়গায় সে দুরাবস্থা অব্যাহত রয়েছে। আমাদের বিশ্বাস হয়েছে সকল শ্রেণির মানুষ আমাদের কর্মকান্ড পছন্দ করেছেন, তারা আমাদের আশ্বস্ত করেছেন।

এসময় আবু তালিব তার পরিকল্পনা তুলে ধরে বলেন, আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য, দখলবাজ ও মাদকাসক্ত জাতির জন্য চ্যালেঞ্জ যা আপনাদের সাথে নিয়ে বন্ধ করতে চাই। ছয় লেন রাস্তা কাজ চলমান আছে। রাস্তার উভয় পাশের জমির মালিকদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে যা প্রতিকারের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। আমাদের এখানে ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিল নৈরাজ্যকর পরিস্থিতে মৃতপ্রায়। এটা কিভাবে উদ্ধার করা যায় আপনাদের পরামর্শ নিয়ে সঠিক উৎপাদনে ফিরিয়ে আনা হবে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে নাকে রুমাল দিয়ে যেতে হয়, এখানে পরিস্কার পরিচ্ছন্ন করে চিকিৎসার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা হবে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, বেকারদের দুরাবস্থা ও প্রবাসিদের দেখভালের দায়িত্ব নেওয়া হবে। এছাড়া জাতীয় সমস্যাগুলো জাতীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে সুরাহা করা হবে। আমরা সকল কাজে সকল সমস্যায় ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আপনারা জানেন, আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। তারা বিভিন্ন সময় নানা বাধা ও সমস্যার সম্মুখিন হন। তারা যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারে সে ব্যবস্থা করা হবে বলে যোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল হক, সাবেক উপজেলা আমির মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক প্রভাষক লুৎফর রহমান, দলটির মিডিয়া সমন্বয়ক ইকবাল হোসাইন ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. মনিরুজ্জামান।

পড়ুন: পাবনা-১ ও ২ আসনে নির্বাচন ১২ ফেব্রুয়ারি করতে ইসিকে নির্দেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন