২৭/০১/২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২৭/০১/২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচন-গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দিয়েছে কমনওয়েলথ। ১৪ সদস্যের পর্যবেক্ষক দলটির নেতৃত্বে থাকবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট আকুফো-আদো।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) এ ঘোষণা দেন কমনওয়েলথ-এর মহাসচিব মাননীয় শার্লি বচওয়ে। এক বিজ্ঞপ্তিতে এটি জানায় সংস্থাটি।

মহাসচিব বলেন, বাংলাদেশে একই সাথে অনুষ্ঠিত নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এতে আমাদের পর্যবেক্ষক দল মোতায়েন থাকবে। আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালীকরণ এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা সমর্থনে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়ার মৌলিক গুরুত্ব পুনর্ব্যক্ত করছি।

পর্যবেক্ষক দলে আরও যারা থাকছেন— ক্যারিবিয়ান উইমেন ইন লিডারশিপের প্রেসিডেন্ট মিসেস লেব্রেখ্টা নানা ওয়ে হেসে-বেইন, কানাডার যোগাযোগ বিশেষজ্ঞ নীল ফিলিপ ফোর্ড, ফিজির প্যাসিফিক ইয়ুথ কাউন্সিলের সমন্বয়ক মিলিয়ানা ইগা রামাতানিভাই, মালয়েশিয়ার সাবেক সিনেটর দাতুক (ড.) রাস আদিবা মোহাম্মদ রাদজি, মালদ্বীপের সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী জেফ্রি সেলিম ওয়াহিদ, মরিশাসের ইলেক্টোরাল কমিশনার ইরফান আব্দুর রহমান, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডেভিড জন ফ্রান্সিস, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মান্ডলা মুচুনু, শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয়ের জনসাধারণ ও আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক ড. দীনেশ সমররত্ন, উগান্ডার আইন বিশেষজ্ঞ ড. উইনিফ্রেড মেরি তারিনেবা কিরিয়াবওয়ার, যুক্তরাজ্যের সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ রোজমেরি অজয়ি এবং জাম্বিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তা ক্রিটিকাস প্যাট্রিক এনশিন্ডানো।

উল্লেখ্য, নির্বাচনকালীন দায়িত্ব শেষে পর্যবেক্ষক দলটি তাদের অনুসন্ধান এবং সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন কমনওয়েলথ মহাসচিবের কাছে জমা দেবে।

পড়ুন: পাকিস্তানের শপিংমলে অগ্নিকাণ্ড, এক দোকানেই পুড়ে ছাই ৩০ জন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন