২৯/০১/২০২৬, ২০:৩৮ অপরাহ্ণ
24 C
Dhaka
২৯/০১/২০২৬, ২০:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচন ও গণভোটে কুমিল্লা–চাঁদপুরে ৭৫০ বিজিবি সদস্য মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে কুমিল্লা ও চাঁদপুর জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৭৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। কুমিল্লা ও চাঁদপুর জেলার মোট ২২টি উপজেলায় এই বাহিনী দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান লেঃ কর্নেল মীর আলী এজাজ, পিএসসি, অধিনায়ক, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

তিনি জানান, নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে ২৯ জানুয়ারি থেকে বিভিন্ন উপজেলায় বিজিবি মোতায়েন শুরু হয়েছে, যা আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। এরপর ১ ফেব্রুয়ারি থেকে দায়িত্বপূর্ণ এলাকার ভোটকেন্দ্রগুলোতে রেকি কার্যক্রম শুরু হয়ে ৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে।
বিজিবি অধিনায়ক আরও জানান, উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রতিটি উপজেলায় কমপক্ষে দুটি করে প্লাটুন মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে তিনটি করে প্লাটুন মোতায়েন করা হবে। এভাবে সর্বমোট ৪৭টি প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী নিরাপত্তা দায়িত্বে থাকবে।

তিনি বলেন, বিজিবির মূল দায়িত্ব সীমান্ত রক্ষা, চোরাচালান দমন, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার রোধ হলেও একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে। সরাইল রিজিয়নের আওতাধীন কুমিল্লা সেক্টরের অধীনস্থ কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কুমিল্লার ৯টি এবং চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে নিরাপত্তা দায়িত্ব পালন করবে।

নির্বাচনী সময় সার্বক্ষণিক নজরদারির জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক প্লাটুনে বডি-ওর্ন ক্যামেরা অথবা মোবাইল ডিভাইসের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। নির্বাচন পূর্ববর্তী সময়ে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ টহল ও যৌথ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে লেঃ কর্নেল মীর আলী এজাজ বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি দায়িত্ব পালন করবে। সাংবাদিকসহ সবার সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পড়ুন: টাঙ্গাইলে ৮টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬০

দেখুন: ফরিদপুরের নর্থ চ্যানেলে পদ্মা নদীর ভাঙনে জমি, বসত ঘর | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন