26 C
Dhaka
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

নির্বাচন-সংস্কার নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি

জাতীয় নির্বাচন কবে হচ্ছে এ নিয়ে চলছে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক বির্তক। এক দল বলছে গণপরিষদ, সংবিধান পরিবর্তন বা সব সংস্কার শেষে নির্বাচন। তবে বিএনপি এসব মানতে নারাজ। দলটির নেতারা দ্রুত গণতন্ত্রের পথে হাঁটতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগিদ দেন।

কবে হচ্ছে জাতীয় নির্বাচন। এ নিয়ে রাজনীতির মাঠ গরম। চলছে তর্ক বির্তক। সংস্কার, গণঅভুথ্যানে অপরাধীদের বিচার,গণপরিষদ বা নতুন সংবিধান। এক অপরে তুলে ধরেছেন নিজেদের মতবাদ।

এ দিকে অন্তর্বতী সরকারের পক্ষ থেকে নির্বাচনের সময় জানান দিলেও নির্বাচনী কোন রোডম্যাপ এখনো ঘোষণা হয়নি বা নির্বাচনের যে প্রস্তুতি তেমন কোন লক্ষণও দেখা মিলছে না।

এ দিকে  জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে বাংলাদেশ সফর করলেন। রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠকে বসেন তিনি। তবে এসব বৈঠকে সংস্কারের কথা বললেও নির্বাচন কবে হচ্ছে এ নিয়ে সুস্পষ্ট কোন বক্তব্য আসেনি।

এমন পরিস্থিতিতে কি ভাবছে বিএনপি। দলটির নেতাদের সাথে কথা হয় নাগরিক টিভির, তারা  বলেন, দেশে একটা ষড়যন্ত্র চলছে। দিন যত বাড়ছে বিশৃঙ্খলা তত বাড়ছে। তারা মনে করছেন গণতান্ত্রিক পথে না হাটায় যড়যন্ত্র আরো বাড়ছে।

নির্বাচন নিয়ে বিভিন্ন দলের বক্তব্যে বিএনপি সন্তুষ্ট না জানিয়ে দলটির নেতারা বলছেন, সংস্কার বিচার চলমান প্রক্রিয়া এটা চলতে থাকবে। আর গণপরিষদ বা নতুন সংবিধান বলতে কি বোঝানো হচ্ছে তা বোধগম্য না।

বিএনপি নেতারা বলছেন নির্বাচন পেছালে দেশেরই ক্ষতি হবে।

টালবাহনা না করে শুধু নির্বাচনী সংস্কারটুকু শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বোচনের তাগিদ দিচ্ছেন বিএনপি নেতারা।

এনএ/

দেখুন: ৬ ডিসেম্বর নির্বাচন, প্রস্তুত ইউনূস সরকার ও নির্বাচন কমিশন?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন