২৯/০১/২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৯/০১/২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচিত হলে ত্রিশালকে মডেল হিসাবে গড়ে তুলবো : ডা: লিটন

আপনাদের ভোটে নির্বাচিত হলে ত্রিশালকে মডেল ত্রিশাল হিসাবে গড়ে তুলবো। বিএনপি সরকার গঠন করলে আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় উপশনালে অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন। আমি আপনাদের পাশে থেকে হৃদয় বন্ধনে আবদ্ধ থেকে কাজ করে যাবো। ত্রিশাল উপজেলার সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন এ কথাগুলো বলেন।

২৭ জানুয়ারী রাতে ত্রিশাল বাজার কেন্দ্রীয় কালি মন্দিরে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির প্রার্থী ডা: লিটনকে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ সমর্থন জানান।

কেন্দ্রীয় কালি মন্দিরের সভাপতি প্রদীপ মোদকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও ডাঃ মাহবুবুর রহমান লিটনের সহধর্মীনি মোস্তেকা আনোয়ার, ত্রিশাল পৌর বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসাইন মিলন, সনাতন সম্প্রদায়ের নেতা কৃষিবিদ নিতাই রায়, শিক্ষক আশুতোষ কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী নয়ন চন্দ্র রায়, সাংস্কৃতিক কর্মী গীতা রায়, সাবেক ক্রীড়াবিদ সুশীল দাস, নিরঞ্জন শীলসহ উপজেলার সকল ইউনিয়নের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সনাতন সম্প্রদায় নেতা সুশীল দাস বলেন-আমরা সনাতন সম্প্রদায়রা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোক বিএনপির প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটনকে ভোট দিয়ে জয় যুক্ত করবো। তাই এবারের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী ডাঃ লিটন ভাইকে আমাদের সনাতন সম্প্রদায়ের সকল কে এক হয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতার পক্ষের প্রার্থী কে জয়যুক্ত করার আহবান জানান।

সনাতন সম্প্রদায় নেতা উত্তম কুমার চন্দ বলেন-সনাতন সম্প্রদায়ের ত্রিশাল উপজেলায় যে সকল ভোটার রয়েছে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা ধানের শীষে ভোট দিব।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহের ত্রিশালে মাদক সম্রাট মিনাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন