37.7 C
Dhaka
রবিবার, এপ্রিল ৬, ২০২৫

কয়েদির বেশে অনুষ্ঠানে আফরান নিশো, ব্যাখ্যা দিলেন অভিনেতা নিজেই

রাজধানীর গুলশানে একেবারে কয়েদির বেশে হাজির হলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি, গায়ে কয়েদির পোশাক, হাতে হাতকড়া এবং পাশে দুজন পুলিশ, একেবারে সাজাপ্রাপ্ত আসামির মতো দৃশ্যে এই অভিনেতার উপস্থিতি চমকে দিয়েছে সবার। তবে, এটা বাস্তব ঘটনা নয়, বরং আসন্ন ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘দাগি’র প্রচারণার অংশ।

এতে কোন ধরনের অপরাধের সাথে তার নাম যুক্ত হয়নি। বরং এটি ছিল সিনেমাটির প্রচারমূলক কর্মকাণ্ড, যেখানে নিশো তার সিনেমার চরিত্রের সাজে হাজির হয়ে সবার নজর কেড়েছেন।

এই ধরনের প্রচার আন্তর্জাতিকভাবে অনেক সিনেমাতেই দেখা যায়। সেদিকে খেয়াল রেখে, আফরান নিশোও একই কৌশল ব্যবহার করেছেন।

‘দাগি’ সিনেমার পরিচালক শিহাব শাহীন জানালেন, সিনেমাটি মুক্তি বা প্রায়শ্চিত্তের গল্প। এটি নিশান ও জেরিন নামক দুই চরিত্রের ভালোবাসা-বিরহ এবং অনুশোচনার গল্প। সিনেমায় কারাগার সম্পর্কিত বিষয়ও রয়েছে, যেখানে ‘জেলের দাগ’ একবার পড়ে গেলে, একজন ব্যক্তি সারাজীবন সেই দাগ নিয়ে বাঁচতে বাধ্য হয়। ক্ষমা এবং মুক্তির ধারণা সিনেমার মূল থিম হিসেবে উপস্থাপন করা হয়েছে।

গত ২৭ মার্চ গুলশানের শুটিং ক্লাবে এই সিনেমার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে আফরান নিশো একেবারে কয়েদির সাজে উপস্থিত হন। সাংবাদিকদের সামনে তিনি সিনেমার প্রচারের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, “এটি ছিল সিনেমার প্রচারের অংশ, এবং বাইরের দেশগুলোতেও এ ধরনের প্রচার চালানো হয়। কেউ হয়তো ইতিবাচকভাবে নেবেন, আবার কেউ নেতিবাচকভাবে। তবে প্রচারের মাধ্যমটি গুরুত্বপূর্ণ, যারা সেটি পরিচালনা করে, তারা নির্ধারণ করেন কিভাবে জনসাধারণের কাছে পৌঁছাবে।”

সিনেমার শুটিং হয়েছিল সৈয়দপুর, রাজশাহী এবং ঢাকায়। এতে নিশোর সঙ্গে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু এবং এ কে আজাদ সেতু। সিনেমার চিত্রনাট্য, গল্প এবং সংলাপ লিখেছেন পরিচালক শিহাব শাহীন।

‘দাগি’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আফরান নিশো নিজেই। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি, এবং গানে কিছু অংশ গেয়েছেন নিশো নিজে। গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং এটি সিনেমার প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে।

এদিকে, ‘দাগি’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে আসন্ন ঈদ উপলক্ষে। সিনেমার গল্প, অভিনয় এবং সঙ্গীতের সঙ্গে সবার নজর কাড়তে প্রস্তুত আফরান নিশো এবং তার টিম। এই সিনেমাটি দর্শকদের মনে দাগ রেখে যেতে পারে, আর সম্ভবত এটি শীঘ্রই সিনেমা হলগুলোতে দেখা যাবে।

পড়ুন: সন্ধ্যায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দ্যুতি ছড়াবেন শাহরুখ ও সালমান

দেখুন: রান্নার অনুষ্ঠানের খাবার আদৌ কি খাওয়া যায়?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন