বাংলাদেশে চলমান দুর্গাপূজা ঘিরে বিদেশ থেকেও বাঁধার তথ্য সরকারের কাছে ছিলো বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, পূজা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য সরকার আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক রেখেছে। মঙ্গলবার সন্ধ্যায় মুন্সিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
আদিলুর রহমান খান বলেন, “বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা সৌহার্দ্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে পূজা করতে পারেন তা নিশ্চিত করার চেষ্টা চলছে। আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি, নানা বাধা আসতে পারে, এমনকি বিদেশ থেকেও বাঁধা আসার আশঙ্কা ছিলো। তবে আমাদের প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নিষ্ঠার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামীলীগের বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নয়, আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পরিদর্শন শেষে উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার সামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পড়ুন :মুন্সিগঞ্জে স্ত্রী পালানোর পর হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী


